Saturday, May 11, 2013

এলেবেলে

অনেক দিন পরে আসলাম এই ব্লগ এ , কবে কখন create  করেছিলাম মনে নাই । কিছু লেখার আশায় খোলা হয়েছিল এই ব্লগ , লেখা হয়ে উঠেনি কখনো , আর গুছিয়ে লেখার যোগ্যতা নাই , সবচে  বড় কথা content  নাই । কি নিয়ে লিখব ? যখন ছোট ছিলাম , পেপারে দেখতাম বুদ্ধি জীবিরা কলাম লিখত , ভাবতাম আহা , এরা কি মহান , কত কিছু জানে , বড় হয়ে জানলাম , এরা কাজের কাজ তেমন কিছুই করে না , জ্ঞান  বিতরণ করা ছাড়া , খুজতে  লাগলাম তাদের যারা কাজ করে এবং লেখে , এমন মানুষও  পেলাম না, যারা কাজ করে তারা লেখে না , হয়ত প্রয়োজন  মনে করে না ।
এরপর বয়স যখন আরো বাড়ল তখন বুঝলাম , মডেল খুঁজে লাভ নাই , শিক্ষিত খুঁজে লাভ নাই, বড় আত্মা  লুকিয়ে থাকতে পারে যেকোনো মানুষের মাঝে , কিছুদিন আগে যে এক রিক্সাওয়ালা অনেক টাকা থানাতে ফেরত দিয়ে আসল , এ একজন সত  বেক্তি এবং অবশ্যই মহান আত্মার দাবিদার । মাঝে মাঝে ভাবি , সেই সব লোক কত ভাগ্যবান যারা উত্পাদনের সাথে সম্পৃক্ত , যে কৃষক জমিতে ধান আবাদ করছে অথবা কলের শ্রমিক , মোটকথা যাদের শ্রম সরাসরি পন্যে রুপান্তরিত হয় , ছোটবেলায় এইসব লোককে ছোটলোক  ভাবা শেখানো হত , মনে খটকা লাগেনি তা নয়, কিন্তু মেনে নিতে হয়েছে ।
মনের বিকাশ ঘটবে কিভাবে ? বাবা মা ছেলে মেয়ে মানুষ করার নামে  শুধু চাপিয়ে দেয়  ভুল । মন্দকে  ভালো এবং ভালো কে মন্দ বলতে শেকায় , এরপর যোগ হয় সমাজ এবং পারিপার্শিক , সবার চাপে নিজের নিষ্পাপ সত্তা এবং বিচার বুধি কলুষিত হতে শুরু করে , যখন সব চাপ ছাপিয়ে একজন মানুষ বের হয় এবং নিজের সংসার শুরু করে  , তখন সে সপূর্ণ পথভ্রষ্ট , তার চোখে গর্বের বেক্তি যে বিদেশে থাকে , আদর্শ চাকরি জিবি যার উপরি আছে , শিক্ষিত সে যে আসলে ভন্ড ,মাননীয় যে যার টাকা আছে ।
  আগে ভাবতাম মেধার সাথে ভালো মানুষের সম্পর্ক আছে। আসলে না , যখন বিশ্ব বিদ্যালয়  পাশ করি , অনেক বন্ধু ঘোষণা দিল BCS  পাশ করেই ঘুষের চাকরি নিবে , তখন ভাবতাম ইআর্কি করে বলছে , পরে মিলিয়ে দেখি আসলেই তাই , যারা GRE  TOEFL  দিয়ে বিদেশে আসল (আমিও তাদের দলে ) ভাবলাম এরাই ভালো করবে , কিন্ত অঙ্ক মেলে না । সবাই আজ বড় গৃহপালিত হয়ে আছে , নিজের সমস্যা  ছাড়া কথায় নাই । আর গোল্লায় যাক সব । এই যে আজ মানবতা হুমকির সামনে , গণ হত্যা , বিচার হহির্বিত হত্যা , জুলুম চলছে দেশে , কোনো বিদেশী বন্ধুর মুখে রা নাই , অন্তত ফেসবুক এ তো কিছু দেখি না
যাক কি লিকতে বসলাম আর কি লিখলাম ।। 

No comments:

Post a Comment