Saturday, June 08, 2013

মানুষ

   আমার মনে প্রশ্ন , পৃথিবীতে মানুষ কেন একমাত্র প্রাণী যে অন্যদের চেয়ে অনেক বেশি আলাদা এবং উন্নত ? কোনও জীব বিজ্ঞানীকে এই প্রশ্নটা করতে হবে , তবে উত্তর না পাওয়ার সম্বোবনা বেশি , চরদিকে যে এত প্রানের ছড়াছড়ি , তাতে তো মানুষের সাথে কার  মিল নেই ? অথচ অন্য প্রজাতিতে রয়েছে যেমন গাধা আর ঘোড়া, তবে আমারে পয়েন্ট এখানে ভিন্ন | আমি মিন করছি বুদ্ধি , বুদ্ধিতে গবাদি পশুরা তো প্রায় সব একই মনে হয় , কেউ কার চেয়ে খুব বেশি বুদ্ধিমান বলে তো মনে হয় না | কুকুর তো বুদ্ধিমান না , প্রভুভক্ত , সে তো অন্য বেপার , ডলফিন শুনেছি বুদ্ধিমান , তবে কোথায় ? মানুষের কাছাকাছি ? দূর ?
         কেন মিলিয়ন্স প্রাণীর মধ্যে মানুষ এত আলাদা ? একটু খটকা  লাগে না ? এমন তো হতে পারতো , প্রায় কাছাকাছি শ্রেণীর  কমপক্ষে দুই তিনটা প্রজাতি থাকতো , তারা পৃথিবী টাকে তাদের মত ভাগ করে নিত , ভয়ানক শত্রু তা থাকতো এদের মধ্যে , মাঝে মাঝেই যুদ্ধ হতো , কিন্তু তা তো নয় , নাকি অনেক অনেক আগেই মানুষ তার প্রতিপক্ষ কে একতম শেষ করে দিয়েছে? এটা হতে পারে |
   আর কী হতে পারে ? বিরাট রহসস , rational আর কী হতে পারে? প্রোব্লেম হচ্ছে ল আর ইকোয়েশন দিয়ে এটার  অকট্টভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না | জীব বিজ্ঞান তো অন্য ধরনের বিজ্ঞান , সেখানে অংক নেই |
   বিবর্তন ?  হাত আছে বলে ? হাতের বাবহার ? সাথে সাথে ব্রেন এর exponential গ্রোথ ? তবে অন্যদের কেন হল না ? কেন শুধু একটা প্রজাতি ?
    বিবিসি তে ডকুমেন্টারী খুজতে হবে , অথবা পড়তে হবে বই , কিন্তু সময় কই? আগে ভবতাম বই এর কথা মানে  দৈব বাণী , এখন তো বুঝি তা না ,  অনেক ফাকি রয়েছে |
    সারা ছাত্র জীবনে , বাযোলজি কে অবহেলা করেছি , ইন্টার এ ছিল ফোর্থ সাবজেক্ট , মনে করতাম পদার্থ  আর রসায়ন পড়ে  সব উদ্ধার হয়ে যাবে , কিনুত না |
    ম্যাক্স প্লাংক যখন ঊনিভার্সিটিতে ভর্তি হয় , তার শিক্ষক বলেছিল , কেন আসলে খামোকা এই পদার্থ বিজ্ঞান পড়তে ? এই শাখায় সব আবিষ্কার হয়ে গেছে অলরেডি | শুধু ব্লাক  বডি radiation এর  explanation টা   বাকি আছে , প্লাংক উত্তর দেয় , আবিষ্কার আর কী করব ? আমি শুধু প্রকীতির নিয়ম গুলো বুঝতে চাই| যাই হক পরে  অনেক কিছুই আসে নতুন নলেজ হিসাবে, আগের  অনেক কিছুই একদম ভুল প্রমানিত হয় , কিন্তু তবু তো ছকে বাধা , এনার্জি এবং ফোর্স এর ক্রিয়া বিক্রিয়া | কিন্তু জীব বিজ্ঞান ? ব্রেন এ বিলীয়ন্স অফ নিউরন এর কী আজব নেটওয়ার্ক , এর dynamics কী?
 এই জীবনে কী জানতে পারব এই রহস্স ? মনে হয় না ?